ঝালকাঠিতে দেবোত্তর সম্পত্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে পৌর ভূমি অফিস নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে হিন্দু স...
ঝালকাঠিতে দেবোত্তর সম্পত্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে পৌর ভূমি অফিস নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। সর্বস্তরের হিন্দু সমাজের ব্যানারে রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচি চলাকালে বক্তারা অভিযোগ করেন, ২৪০ বছরের ঐতিহ্যবাহী ঝালকাঠি শহরের কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের জমিতে পৌর ভূমি অফিস নির্মাণের কাজ আদালতের নির্দেশে বর্তমানে বন্ধ রয়েছে। পুনারায় ওই জমিতে ভূমি অফিস নির্মাণের পায়তারা চালানো হচ্ছে।
দেবোত্তর স্টেটের জমিতে জেলা প্রশাসনের ভূমি অফিস নির্মাণের পায়তারার অভিযোগ করে তা বন্ধে মানববন্ধন থেকে প্রতিবাদের পাশাপাশি দেশব্যাপী কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়। কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব পিনাকী দাস, বরিশালের মানবাধিকারকর্মী ও আইনজীবী লিলা দাস, ঝালকাঠি উদীচীর সভাপতি গোলাম সাঈদ খানসহ হিন্দু নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
No comments
আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!