গত ২৯ মার্চ বুধবার রাত ৮টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ চৌমুহনীতে জুতা সেলাই করা মহেষ রবি দাশ ও খোকন রবি দাশকে চরগাও গ্রামের প্রভাবশালী বশির মিয়ার ছেলে জুয়েল মিয়া ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়-
নবীগঞ্জ পৌর এলাকার পিরিজপুর গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠি রবি দাশ পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে শহরের ওসমানী রোডস্থ চৌমুহনীতে জুতা সেলাইর কাজ করে আসছে। গত ২৯ মার্চ বুধবার ছিল বাসন্তি পুজা। ফলে রাত ৮ টার দিকে দোকান বন্ধ করার সময় পৌর এলাকার চরগাও গ্রামের বশির মিয়ার ছেলে জুয়েল মিয়া জুতা সেলাই করতে তাদের দোকানে যায়। তারা দোকান বন্ধ হয়েগেছে, আজ কাজ করতে পারে না এমন কথা বলায় জুয়েল মিয়া ধারালো অস্ত্র দিয়ে রবি দাশ পরিবারের দুই সহোদর খোকন রবি দাশ ও মহেষ রবি দাশ এর উপর হামলা করে।
এতে দুই সহোদরের মাথায় রক্তাক্ত জখম হয়। মুমুর্ষ অবস্থায় তাদেরকে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে মহেষ রবি দাশের অবস্থা আশংখ্যা জনক বলে সুত্রে জানাগেছে। এ ঘটনায় রবি দাশ সমিতি নিন্দা জানিয়েছেন। তারা নিরীহ নৃগোষ্ঠির রবি দাশ দু’ সহোদরের উপর হামলাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী জানিয়েছেন।
তথ্যসূত্র: bd24live.com