Page Nav

HIDE

Breaking News:

latest

Top Ads

বাংলাদেশে এনজিও কর্মীকে গলাকেটে হত্যা করল মুসলিম যুবক

  গত ৫ মার্চ রোববার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট এলাকায় চম্পা চাকমাকে গলা কেটে হত্যা করে মো. নুরুজ্জামানের ছেল...

 


গত ৫ মার্চ রোববার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট এলাকায় চম্পা চাকমাকে গলা কেটে হত্যা করে মো. নুরুজ্জামানের ছেলে এনাম।

চম্পা চাকমা (২৯) রাঙামাটি সদরের বন্দুকভাঙা এলাকার শান্তিময় চাকমার মেয়ে। তিনি এনজিও সংস্থায় কর্মরত ছিলেন।
অন্যদিকে ঘাতক এনাম (৩০) পারুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর পারুয়া কালীমন্দির এলাকার মো. নুরুজ্জামানের ছেলে। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক রয়েছেন।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী বলেন-
রোববার রাত সাড়ে ৮টার দিকে লালানগর ওয়ান ব্যাংকের পাশে অবস্থিত পদক্ষেপ অফিস থেকে কাজ শেষে চম্পা চাকমা তার এক সহকর্মীসহ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে এনাম তার পথ রোধ করে। এনাম তার বোনের মাধ্যমে পদক্ষেপ থেকে ঋণ নিয়েছিলেন।
ঋণের কিস্তির বিষয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরি বের করে চম্পার গলায় শ্বাসনালি বরাবর আঘাত করে এনাম পালিয়ে যান। সহকর্মীরা চম্পাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

No comments

আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!

Latest Articles