Page Nav

HIDE

Breaking News:

latest

Top Ads

প্রভাস ও কৃতী এবার কি বাগদান সারবেন?

  মু ম্বই: বলিউডে কি ফের বিয়ের সানাই বাজবে? ফের কি হাই প্রোফাইল তারকা খচিত বিয়ের অনুষ্ঠান আয়োজিত হবে? সূত্রের খবর তেমনটাই। শোনা যাচ্ছে, শীঘ্...


 মুম্বই: বলিউডে কি ফের বিয়ের সানাই বাজবে? ফের কি হাই প্রোফাইল তারকা খচিত বিয়ের অনুষ্ঠান আয়োজিত হবে? সূত্রের খবর তেমনটাই। শোনা যাচ্ছে, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রভাস (Prabhas) ও কৃতী শ্যানন (Kriti Sanon)। বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্কের কথা শোনা যাচ্ছে।

অবশষে তাঁদের সম্পর্ক শুভ পরিণয়ে পরিণত হতে চলেছে। সূত্রের খবর এমনটাই।

বিয়ের পিঁড়িতে প্রভাস ও কৃতী?

শীঘ্রই মুক্তি পাবে 'আদিপুরুষ' (Adipurush)। এই ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন প্রভাস। এবং সীতার ভূমিকায় দেখা যাবে কৃতী শ্যাননকে। শোনা যাচ্ছে, ছবির সেট থেকেই শুরু হয়েছে দুই তারিকার প্রেমের কাহিনী। অযোধ্যায় ছবির টিজার মুক্তির সময় যেভাবে প্রভাস তাঁর ছবির নায়িকা কৃতীর দেখভাল করছিলেন, খেয়াল রাখছিলেন, তা নজর এড়ায়নি কারও। সেখান থেকেই শুরু হয়েছে জল্পনা। শোনা যাচ্ছে, শীঘ্রই তাঁরা বাগদান পর্বও সেরে ফেলবেন। বিভিন্ন সূত্রে খবর, আগামী সপ্তাহেই মলদ্বীপে বাগদান সারতে চলেছেন দুই তারকা। এই মুহূর্তে প্রভাস এবং কৃতী দুজনেই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। আর ব্যস্ততা কাটিয়েই আগামী সপ্তাহে সম্পন্ন হতে চলেছে তাঁদের বাগদান। লোকচক্ষুর আড়ালে গিয়ে মলদ্বীপে বাগদান সারবেন তাঁরা। যদিও বাগদানের এই খবর সঠিক নয় বলে দাবি প্রভাসের টিমের। অন্যদিকে, একে অপরের শুধুমাত্র খুব ভালো বন্ধু বলে দাবি কৃতীর।


'বাহুবলী' খ্যাত প্রভাসের ঘনিষ্ঠ ব্যক্তি বলেছেন যে, 'চারিদিকে প্রভাসের বাগদান ঘিরে যে খবর রটেছে, তা একেবারেই সঠিক নয়। এটা পুরোপুরি জল্পনা। এই খবরের কোনও সত্যতা নেই।' যদিও যা রটে, তার কিছুটা তো বটে। এমন ঘটনা বি টাউনে দেখা যায় হামেশাই। হালেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। তার আগে বিবাহ সারেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এঁরা প্রত্যেকেই নিজের নিজের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন। একে অপরকে বন্ধু বলে উল্লেখ করেছিলেন। কিন্তু তারপরই তাঁরা শুরু করেন নতুন জীবন। তাই প্রভাস ও কৃতী একসঙ্গে নতুন জীবন শুরু করলে আশ্চর্য হবেন না অনুরাগীরা।


প্রসঙ্গত, কিছুদিন আগেই এক রিয়েলিটি শোয়ে হাজির হন বরুণ ধবন। তিনিও প্রভাস এবং কৃতীর সম্পর্কের গুঞ্জনে ঘি ঢালেন। যদিও পরে সেটিকে মজা বলেও উল্লেখ করেন। পাশাপাশি প্রভাসের সঙ্গে সম্পর্কের কথা পুরোপুরিভাবে অস্বীকার করে গিয়েছেন কৃতী শ্যানন। এখন দেখা যাক গুঞ্জন সত্যি হয় নাকি গুজবই থেকে যায়। উত্তর সময় দেবে।

No comments

আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!

Latest Articles