Page Nav

HIDE
ads banner

Breaking News:

latest

Top Ads

বাংলাদেশে বাগেরহাটে হিন্দু মুক্তিযোদ্ধা নিকুঞ্জ বিহারী পালের জমি দখলের চেষ্টা

  সাবেক জামাত নেতা বর্তমান বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইমরান শেখ দলীয় ক্ষমতার অপব্যবহার করে শহীদ মুক্তিযো...


 সাবেক জামাত নেতা বর্তমান বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইমরান শেখ দলীয় ক্ষমতার অপব্যবহার করে শহীদ মুক্তিযোদ্ধা নিকুঞ্জ বিহারী পালের সন্তানের জমি জোর করে দখলের করতে চেষ্টা করতেছে। জমি নিয়ে বারাবাড়ি করলে মেরে ভারত পাঠিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।


গত ১১ ফেব্রুয়ারী শনিবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে চিত্ত রঞ্জন পাল বলেন-
বাগেরহাট সদর উপজেলার দক্ষিণখানপুর মৌজায় আমাদের এক বিঘা জমি রয়েছে। আমার বাবা মুক্তিযোদ্ধা নিকুঞ্জ বিহারি পাল পৈতৃক সূত্রে এই জমি পেয়েছেন। কিন্তু খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান শেখ এই জমির মধ্য থেকে ১০ শতক বালু ভরাট করে ভবন নির্মাণের চেষ্টা করছেন। দখল ঠেকাতে আমি আদালতের শরণাপন্ন হই। আদালত তাকে জমিতে যেতে নিষেধাজ্ঞাও দিয়েছেন। কিন্তু তিনি আদালতের আদেশও মানেন না। আমাদের না জানিয়ে জমির গাছপালা কেটে জায়গা দখল করার চেষ্টা করছেন।
বাগেরহাট জেলার রামপাল উপজেলা থেকে বিতাড়িত হয়ে বাগেরহাট জেলা সদরে এসে বসবাসকারী ইমরান শেখ ২০১৭ সালে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করে এবং ২০১৯ সালে খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হন। এই ইমরান শেখ জামায়াতের রাজনীতি থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হওয়ায় হিন্দু সম্প্রদায়ের জমির প্রতি নজর দেয়।
সম্প্রতি ইমরান শেখ আমাদের শরীক নারায়ন পালের নিকট থেকে তার ভাই পাকিস্তানে বসবাসরত ইয়ামিনের নামে ১০ শতক জমি ক্রয় করে। এখন নারায়ন পালের ওই জমি বাদ দিয়ে আমাদের সম্পত্তি ১০ শতক দাবী করে এবং জোর করে দখলের চেষ্টা করছে। দলীয় প্রভাব বিস্তার করে আমাদের জমির ২ টি ঘর ও গাছ পালা কেটে দিয়েছে।
এতে বাধা দিতে গেলে আমার ভাইকে মেরে পেলার হুমকি, আমাদের হত্যার হুমকী দিয়ে বলে জমি যে টুকু আছে আমাদের দিয়ে ভারতে চলে যেতে। জমি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে, মেরে ভারত পাঠিয়ে দেওয়ারও হুমকি দিয়েছে। আমাদের বাড়ীর নারীদেরও নানাভাবে হুমকী-ধামকী দিচ্ছে। এ ঘটনা স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। এমনকি আদালতের আশ্রয় নিয়ে নিষেধাজ্ঞা আদেশ পেয়েছি। অথচ ইমরান শেখ কোন কিছুই মানছেন না। সে দলীয় ক্যাডারদের নিয়ে আমাদের হুমকী-ধামকী অব্যাহত রেখেছে। তাই উপায়ন্তর না পেয়ে ভয়কে উপেক্ষা করে এই সংবাদ সম্মেলন করছি।

দিপক কুমার পাল বলেন-
ইমরান জমি কিনেছে নারায়ন চন্দ্র পালের। তিনি নারায়ণের জমি দখল না করে আমাদের জমি দখলের চেষ্টা করছেন। আমরা এই অবিচার থেকে বাঁচতে চাই।

এ বিষয়ে ইউনিয়ন আ.লীগের সম্পাদক ইমরান শেখ বলেন, ২০১৮ সালে চিত্ত রঞ্জন পালের আপন চাচাতো ভাই নারায়ণ চন্দ্র পালের কাছ থেকে সাড়ে ১০ শতাংশ জমি কিনি। আমি ওই জমি ভোগ দখলে রয়েছি। রাজনৈতিক প্রতিপক্ষরা হয়তো চিত্তরঞ্জন পালকে ভুল বুঝিয়ে এই সংবাদ সম্মেলন করিয়েছেন। আমি কারও কোনো জমি দখল বা দখলের চেষ্টাও করিনি।

No comments

আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!

Latest Articles