মনোরমা সূত্রধরকে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট -

 



মনোরমা সূত্রধরকে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট

পাবনা-আমিনপুর থানার নাটিয়াবাড়িতে বাড়িতে ঢুকে মনোরমা সূত্রধর (৬০) নামের এক গৃহবধূকে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট করেছে। 

নিহত মনোরমা আমিনপুর থানার জাতসাখিনী ইউনিয়নের নাটিয়াবাড়ি গ্রামের মৃত দুদ কুমার সূত্রধরের স্ত্রী।


আমিনপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি সুষমা রানী সাহা জানান- ২০ জুন মঙ্গলবার বিকালে রতযাত্রা শেষে বাড়িতে ফেরেন মনোরমা সূত্রধর। সন্ধ্যা ৭টার দিকে প্রতিবেশী রীতা বিশ্বাস প্রসাদ দিতে গিয়ে মেইন গেট বন্ধ দেখে পাশের বাড়ির রস্তমের সহযোগীতায় বাড়ির পেছন দিক দিয়ে বাড়িতে ঢুকে ঘরের ভেতর নিথর দেহ পড়ে থাকতে দেখতে পায়।

পরে আশেপাশের লোকজন বাড়ির ভেতরে ছুটে আসে এবং তারা বুঝতে পারে মনোরমা মারা গেছেন। পরে এলাকাবাসী আমিনপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি তদন্তের জন্য তাদের নিয়ন্ত্রণে নেন।

সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান- হত্যার কারণ তদন্ত করে জানা যাবে এই মুহূর্তে বলা যাচ্ছে না ঠিক কি কারণে হত্যা করা হয়েছে।

إرسال تعليق

আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!

أحدث أقدم