কালী মন্দিরের প্রতিমা ভাংচুর করে অগ্নিসংযোগ



 নওগাঁ-মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় সরকার পাড়ার কালী মন্দিরে গত ১৭ মে বুধবার দিন গত রাতের অনুমান -১০.০০ মিনিট সময়ে অগ্নিসংযোগ ও প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।





বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি আড: রবীন্দ্র ঘোষ জানান- এই দুরভাগ্য জনক ঘটনার ব্যাপারে পুলিশ সুপার এবং থানার অফিসার ইনচার্জ এর সাথে মোবাইল ফোনে ঘটনার বিষয়ে কথা হয়, তারা বলেছেন এই ব্যাপারে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামিদের খুঁজে বের করে মামলা দায়ের করা হবে, চেষ্টা অব্যাহত আছে।



বি ডি এম ডাব্লুর সভাপতি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং এহেন বার বার প্রতিমা ভাংচুরের ঘটনা প্রতিরোধে সরকারকে আরও সচেষ্ট হতে হবে, সাথে সাথে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংখ্যালঘুদের জীবন, সম্পদ, নিরাপদ করতে হবে।


إرسال تعليق

আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!

أحدث أقدم