Page Nav

HIDE

Breaking News:

latest

Top Ads

দ্য কেরালা স্টোরি’ দেখে মুসলিম যুবকের সঙ্গে বিয়ে ভাঙলেন হিন্দু যুবতী

  ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) নিয়ে ইতিমধ্যে সামনে এল আর একটি ঘটনা। যার পর এই ছবি নিয়ে বিতর্ক আরও বড় আকার নিলে অবাক হওয়ার কিছু নেই...

দ্য কেরালা স্টোরি’ দেখে মুসলিম যুবকের সঙ্গে বিয়ে ভাঙলেন হিন্দু যুবতী
 
‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) নিয়ে ইতিমধ্যে সামনে এল আর একটি ঘটনা। যার পর এই ছবি নিয়ে বিতর্ক আরও বড় আকার নিলে অবাক হওয়ার কিছু নেই।




জানা যাচ্ছে- গুজরাটের এক তরুণী ‘দ্যা কেরালা স্টোরি’ দেখার পরই নিজের বিয়ে ভেঙে দেন। কারণ তাঁর হবু স্বামী ছিলেন একজন মুসলিম। এরপরই বিতর্কের ঝড় ওঠে দেশ জুড়ে। অনেকেই অবশ্য ওই মহিলার সিদ্ধান্তকে সমর্থনও করেন।




এত বিতর্কের মধ্যেই জানা গেল- সুদীপ্ত সেন নাকি ‘দ্য কেরালা স্টোরি’র (The Kerala Story) সিক্যুয়েল বানাতে চলেছেন। সত্যিই কী এমনটা প্ল্যান পরিচালকের? এক সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় পরিচালক সুদীপ্ত সেনের সঙ্গে।








পরিচালক বলেন- ‘সেভাবে এখনও কিছু ভাবিনি। আসলে আমরা যখন আলোচনাতে বসি, তখন নানারকম আইডিয়া আসে মাথায়। তবে এখনও সিক্যুয়েলের কোনও চূড়ান্ত প্ল্যান তৈরি হয়নি। সবে তো ১২ দিন হয়েছে ছবিটা মুক্তি পেয়েছে। এখনই কীভাবে ভাবব!’








পরিচালক সুদীপ্ত আরও বলেন- ‘প্রথমে ছবিটা ভাল করে ডিস্ট্রিবিউট করি। যতজনকে ছবিটা দেখাব ভেবেছিলাম, তার পাঁচ শতাংশও এখনও দেখেনি। তাই আগে এই ছবিটা ভাল করে দেখুক সবাই। নতুন ছবির কথা ভাবব জুন মাস থেকে।’

No comments

আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!

Latest Articles