প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গতকাল রবিবার দেশ ছেড়েছেন বাংলাদেশের তারকা ব্যাটার লিটন কুমার দাস। এই স্টাইলিশ ব্যাটার...
প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গতকাল রবিবার দেশ ছেড়েছেন বাংলাদেশের তারকা ব্যাটার লিটন কুমার দাস। এই স্টাইলিশ ব্যাটার এরই মধ্যে যোগ দিয়েছেন দলের সঙ্গে। বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর।
সোমবার দুপুরে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে লিটন দাসের কয়েকটি ছবি আপলোড করেছে কেকেআর। ক্যাপশনে লিখেছে, ‘পৌঁছে গেছে, লিটন দা।’ এর আগে রবিবার সন্ধ্যায় কলকাতার বিমানে ওঠেন লিটন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের লিটন বলেন, 'আমি জানি না যে ওখানে গিয়ে খেলব কি না। খেললেও ভালো খেলব কি না তার গ্যারান্টি নাই। এটা একটা শেখার প্রক্রিয়া। ২০-২৫ দিন বা যত দিনই থাকব চেষ্টা করব সবগুলো মাঠ সম্পর্কে ধারণা নেওয়ার। যা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে।'
আইপিএলের চলতি ষোড়শ আসর শেষ হবে ২৮ মে। লিটন অবশ্য আইপিএলের পুরো আসর শেষ করে আসতে পারবেন না। বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে ইংল্যান্ডে সফর করবে। সেই সফরের অংশ হতে পহেলা মের আগেই দেশে ফিরবেন লিটন। কলতাতায় লিটনের সঙ্গী হতে পারতেন বাংলাদেশের আরেক বড় তারকা সাকিব আল হাসান। তবে পারিবারিক কারণে এবারের আসরে খেলা হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডারের।
No comments
আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!