বারদি লোকনাথ বাবার আশ্রমে শিব বিগ্রহ ভাংচুর: আটক মো: দুলাল মোল্লা

 


বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অন্যতম পূর্ণ্যস্থান নারায়ণগঞ্জের সোনারগাঁও বারদীতে অবস্থিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমের পুকুরে নেমে পুকুরে স্থাপিত মহাদেবের প্রতিমাকে বার বার লাথি মারতে থাকে মো: দুলাল মোল্লা নামে এক ব্যক্তি, তার বাড়ি কুমিল্লার দাউদকান্দির জাঙ্গাইল নামক স্থানে।

 ওই অবস্থায় তাকে হাতেনাতে  আটক করে বর্তমানে মন্দিরের নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে রাখা হয়েছে। যেহেতু অপরাধীকে অপরাধ সংগঠিত করার সময় তাৎক্ষণিক হাতেনাতে ধরা হয়েছে, সেহেতু তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দ্রুত মামলা দায়ের করে অবিলম্বে দৃশ্যমান আইনী পদক্ষেপ গ্রহণ করা হোক, অপরাধীকে যেন  পাগল বা মানসিক রোগী দেখিয়ে অপরাধকে আড়াল করা না হয়।। ৩০শে এপ্রিল ২০২৩ ইং।।

إرسال تعليق

আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!

أحدث أقدم