Page Nav

HIDE

Breaking News:

latest

Top Ads

রাশিফল ৮ এপ্রিল; কেমন যাবে আজকের দিন

  ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশ...

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷  মেষ: (মার্চ ২১ থেকে এপ্রিল ১৯) আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, যে কোনও সমস্যার সমাধান সহজেই করা যাবে।  বৃষ: (এপ্রিল ২০ থেকে মে ২০) কর্মক্ষেত্রে সময় তো দিতেই হবে, তবে পারিবারিক জীবনের কথাও ভুললে চলবে না।  মিথুন: (মে ২১ থেকে জুন ২০) ষষ্ঠেন্দ্রিয়ের উপরে ভরসা করতে পারলে কোনও পরিস্থিতিতেই ঠকতে হবে না।  কর্কট: (জুন ২১ থেকে জুলাই ২২) নেতিবাচক ভাবনায় পূর্ণ এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখা জরুরি।  সিংহ: (জুলাই ২৩ থেকে অগাস্ট ২২) অন্যের সাহায্যর প্রয়োজন হবে না, নিজের দক্ষতাতেই সব সমস্যা সামাল দেওয়া যাবে।  কন্যা: (অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২) জীবনে ভারসাম্য রেখে না চললে প্রতি পদে কেবলই হোঁচট খেতে হবে!  তুলা: (সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২) কাজ আর পারিবারিক দায়িত্ব- দুই একসঙ্গে সামাল দেওয়া আগের চেয়ে সহজ হবে।  বৃশ্চিক: (অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১) শাসনের চেয়ে সোহাগ ভাল- একথা ভুলে গেলে আফসোস করতে হবে।  ধনু: (নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১) অভিযোগ ঝেড়ে ফেলে নিজের কাজ করে যেতে হবে, মন তাতেই শান্তি পাবে।  মকর: (ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯) পারিবারিক ক্ষেত্রে সুখবর মিলতে চলেছে, তার জন্য প্রস্তুত থাকতে হবে।  কুম্ভ: (জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮) ঝুঁকি নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না, বুঝে-শুনে পদক্ষেপ কাম্য।  মীন: (ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০) যে কোনও জিনিস খতিয়ে দেখলেই সমস্যা এক নিমেষে দূর হয়ে যাবে।

 ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

মেষ: (মার্চ ২১ থেকে এপ্রিল ১৯) আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, যে কোনও সমস্যার সমাধান সহজেই করা যাবে।

বৃষ: (এপ্রিল ২০ থেকে মে ২০) কর্মক্ষেত্রে সময় তো দিতেই হবে, তবে পারিবারিক জীবনের কথাও ভুললে চলবে না।

মিথুন: (মে ২১ থেকে জুন ২০) ষষ্ঠেন্দ্রিয়ের উপরে ভরসা করতে পারলে কোনও পরিস্থিতিতেই ঠকতে হবে না।

কর্কট: (জুন ২১ থেকে জুলাই ২২) নেতিবাচক ভাবনায় পূর্ণ এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখা জরুরি।

সিংহ: (জুলাই ২৩ থেকে অগাস্ট ২২) অন্যের সাহায্যর প্রয়োজন হবে না, নিজের দক্ষতাতেই সব সমস্যা সামাল দেওয়া যাবে।

কন্যা: (অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২) জীবনে ভারসাম্য রেখে না চললে প্রতি পদে কেবলই হোঁচট খেতে হবে!

তুলা: (সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২) কাজ আর পারিবারিক দায়িত্ব- দুই একসঙ্গে সামাল দেওয়া আগের চেয়ে সহজ হবে।

বৃশ্চিক: (অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১) শাসনের চেয়ে সোহাগ ভাল- একথা ভুলে গেলে আফসোস করতে হবে।

ধনু: (নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১) অভিযোগ ঝেড়ে ফেলে নিজের কাজ করে যেতে হবে, মন তাতেই শান্তি পাবে।

মকর: (ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯) পারিবারিক ক্ষেত্রে সুখবর মিলতে চলেছে, তার জন্য প্রস্তুত থাকতে হবে।

কুম্ভ: (জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮) ঝুঁকি নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না, বুঝে-শুনে পদক্ষেপ কাম্য।

No comments

আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!

Latest Articles