ময়মনসিং-ফুলপুরে প্রতিমা ভাঙচুর

গত ১লা এপ্রিল শনিবার দিবাগত রাতে ময়মনসিং-ফুলপুর উপজেলায় কালীমন্দিরের প্রতীমা ভাঙচুর করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান-
ফুলপুর উপজেলার মনকান্দা সাহাপুর গ্রামের দত্ত বাড়ি কালী মন্দিরের মায়ের প্রতিমার হাত ও পায়ের অংশ দুর্বৃত্তরা ভাংচুর করে যায়। পাশের বাড়ির মলয় দত্তের স্ত্রী সুমা রানী দত্ত রোববার বিকেলে মন্দিরে প্রার্থনা করতে গিয়ে বিষয়টি দেখতে পান। পরে জানাজানি হলে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শুরু করেন। ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞাসহ প্রশাসন ও জনপ্রতিনিধিগণ সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্দির কমিটি ও স্থানীয়দের সাথে মত বিনিময় করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিপেন্দ্র চন্দ্র দত্ত বাদি হয়ে সোমবার সন্ধ্যায় ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 

Post a Comment

আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!

Previous Post Next Post