মালিকের ঘাড় মটকে মাথা চিবিয়ে খেল পোষা উট ! গ্রামবাসীরা পিটিয়ে মারল তাকেও কথায় বলে , উট যখন রেগে যায় তখন নাকি সে নিজের মালিককেও ছাড়ে ...
মালিকের ঘাড় মটকে মাথা চিবিয়ে খেল পোষা উট ! গ্রামবাসীরা পিটিয়ে মারল তাকেও
কথায় বলে , উট যখন রেগে যায় তখন নাকি সে নিজের মালিককেও ছাড়ে না । সে কথা যে অক্ষরে অক্ষরে সত্যি তার প্রমাণ মিলল সম্প্রতি । রাজস্থানের বিকানিরে ( Bikaner ) নিজের মালিকের ঘাড় মটকে মাথা চিবিয়ে তাঁকে মেরে ফেলল পোষা উট ( Camel kills owner ) । ঘটনার পরেই উটটিকেও পিটিয়ে মেরে ফেলেন গ্রামবাসীরা ।
বিকানিরের পঞ্চু গ্রামে গত সোমবার ঘটেছে হতবাক করা এই ঘটনাটি । মৃত উট মালিকের নাম সোহনরাম । পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার দিন গ্রাম থেকে কিছুটা দূরে একটি জায়গায় উটটিকে বেঁধে রেখেছিলেন তিনি । সেই সময় পাশ দিয়ে অন্য একটি উটকে যেতে দেখে উত্তেজিত হয়ে পড়ে সোহানরামের উট । দড়ি ছিঁড়ে ওই উটটির পিছু পিছু ছুটতে শুরু করে সে ।
স্বভাবতই তাকে আটকাতে যান সোহনরাম । এতেই প্রচণ্ড ক্ষেপে ওঠে উটটি । প্রথমে মালিককে তুলে বালিতে আছাড় মারে সে । তারপর তাঁর ঘাড় কামড়ে ধরে মাটি থেকে তুলে তার মাথাটি কামড়ে চিবিয়ে ফের মাটিতে ফেলে দেয় তাঁকে । ঘটনার জেরে সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় সোহানরামের । চোখের সামনে মর্মান্তিকভাবে সোহানরামের মৃত্যু দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা ।
কোনও মতে ক্ষিপ্ত উটটিকে ধরে ফেলে একটি গাছে বেঁধে দেন তাঁরা ।তাতেও তাঁদের ভয় কাটেনি । প্রাণীটি ফের কাউকে আক্রমণ করতে পারে আশঙ্কা করে সেটিকে লাঠি দিয়ে মারতে শুরু করেন তাঁরা । প্রবল মারের চোটে মৃত্যু হয় উটটিরও । প্রসঙ্গত , উট হল রাজস্থানের অন্যতম রাজ্য পশু । প্রাণীটিকে পিটিয়ে মারার ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে নেটমাধ্যমে । যদিও তারপরেও এই ঘটনায় কোনও অভিযোগ জমা পড়েনি , বা মামলাও দায়ের করা হয়নি বলেই জানা গেছে ।
No comments
আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!