Page Nav

HIDE

Breaking News:

latest

Top Ads

কানাডার রাম মন্দিরে দুষ্কৃতী তাণ্ডব, লেখা হলো ভারত বিরোধী স্লোগান

SH ধ র্মীয় হিংসায় এর উত্তপ্ত কানাডা(Kannada)। মঙ্গলবার কানাডার মিসিসাউগার এক রাম মন্দিরে হামলা চালানো একদল দুষ্কৃতী(Anti social)। মন্দিরের...


SH
কানাডার রাম মন্দিরে দুষ্কৃতী তাণ্ডব, লেখা হলো ভারত বিরোধী স্লোগান
র্মীয় হিংসায় এর উত্তপ্ত কানাডা(Kannada)। মঙ্গলবার কানাডার মিসিসাউগার এক রাম মন্দিরে হামলা চালানো একদল দুষ্কৃতী(Anti social)। মন্দিরের দেওয়ালে লেখা হলো ভারত বিরোধী স্লোগান। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কানাডার ভারতীয় দূতাবাস(Indian embassy)। কানাডা সরকারের কাছে গোটা ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির আবেদন জানানো হয়েছে।

গত এক বছরে এই নিয়ে চতুর্থবার হামলার ঘটনা ঘটলো কানাডার হিন্দু মন্দিরে। গত জানুয়ারি মাসে কানাডার ব্রাম্পটনে একটি হিন্দু মন্দিরে ভারত বিরোধী স্লোগান লেখা হয়। যে ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনা তীব্র নিন্দা করা হয় ভারতীয় দূতাবাসের তরফে। জানানো হয়, গৌরিশঙ্কর মন্দিরকে কলুষিত করায় কানাডার হিন্দু অধিবাসীদের ভাবনায় আঘাত করা হয়েছে। জানা যায়, এই ঘটনার পিছনে রয়েছে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী শিখস ফর জাস্টিস বা এসএফজে এবং অন্যান্য খালিস্তানি দল। সংবাদমাধ্যম সূত্রে খবর, মন্দিরে হামলার ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে এসএফজে।

এদিকে কানাডার ভারতীয় মন্দিরে হামলার ঘটনায় তীব্র নিন্দা করা হয়েছে ব্র্যাম্পটনের মেয়র প্যাট্রিক ব্রাউন। তিনি পরিষ্কার জানান, 'কানাডায় এ ধরনের হিংসাত্মক ঘটনার কোনও জায়গা নেই। উপাসনাস্থলে প্রত্যেক মানুষের সুরক্ষিত বোধ করার কথা।' তবে যেভাবে লাগাতার কানাডার হিন্দু মন্দিরে হামলার ঘটনা ঘটছে তাতে উদ্বিগ্ন সেখানে অবস্থিত ভারতীয় হিন্দুরা।

No comments

আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!

Latest Articles