'ভারতে মারাত্মক হারে করোনা ছড়িয়ে ভারতীয়দের মারো'! নির্দেশ ইসলামিক স্টেটের (ISIS)

'ভারতে মারাত্মক হারে করোনা ছড়িয়ে ভারতীয়দের মারো'! নির্দেশ ইসলামিক স্টেটের (ISIS)

ডিজিটাল ডেস্ক: ভারতে করোনাভাইরাসের সংক্রমণ রীতিমতো আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছচ্ছে। এই পরিস্থিতিতে আরও বিপদ হয়ে দেখা দিচ্ছে, জঙ্গি সংগঠন ISIS-এর ভারত-বিদ্বেষী বার্তা। করোনা-কালে ভারতকেই নিশানা করেছে জঙ্গিরা। অনলাইনে ভারতবিদ্বেষী বার্তায় লেখা হয়েছে, 'ভারতে যত দ্রুত সম্ভব করোনাকে ছড়িয়ে দাও। নিজেরা করোনাভাইরাসের বাহক হয়ে ওঠো!' আর অনলাইনে এই প্রচারের পরই আশঙ্কা দেখা দিয়েছে দেশে।

ISIS-এর অনলাইন ম্যাগাজিন রয়েছে। নাম 'ভয়েস অফ হিন্দ' (Voice Of Hind), সেখানেই ভারতীয় মুসলমান, বিশেষত জেহাদিদের প্রতি একাধিক বার্তা দেওয়া হয়েছে। ওই ম্যাগাজিনের লকডাউন সংস্করণের ১৭ পাতা জুড়ে শুধুই ভারতবিদ্বেষী মন্তব্য করা হয়েছে। মানববিরোধী পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, 'যত বেশি সংখ্যক ভারতীয়কে হত্যা করো। নিজেরা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যত দ্রুত সম্ভব তা আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দাও। যাতে ভারতের বহু মানুষ মারা যায়।'

উল্লেখ্য, ওই অনলাইন ম্যাগাজিনের কভার পেজে করোনাভাইরাসের শুরুর সময়ের দিল্লির নিজামুদ্দিন মারকেজের জমায়েতের ছবি দেওয়ার পাশাপাশি চলতি বছরে দিল্লি হিংসার ছবিও দেওয়া হয়েছে। সেইসঙ্গে দেওয়া হয়েছে একাধিক পরামর্শ। বলা হয়েছে, নিজেদের সঙ্গে সবসময় অস্ত্র রাখতে আর সুযোগ পেলেই অবিশ্বাসীদের হত্যা করতে। কী কী অস্ত্র ব্যবহার করা যেতে পারে, তারও পরিকল্পনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, ছুরি, দড়ি, বন্দুক রাখতে হবে নিজের কাছে। ব্যবহার করতে হবে অস্ত্র হিসেবে। এর আগে শিশুদের করোনাভাইরাসের বাহক করার কথাও বলেছিল জঙ্গি সংগঠন আইসিস।

দুনিয়ার ত্রাস এই জঙ্গি সংগঠনের বিষয়ে আশঙ্কার কথা শুনিয়েছে রাষ্ট্র সংঘও। একটি রিপোর্টে রাষ্ট্র সংঘের তরফে জানানো হয়েছে, ভারতের কেরালা ও কর্নাটকে আত্মগোপন করে রয়েছে বিরাট সংখ্যক আইসিস জঙ্গি। বলা হয়েছে, প্রায় ২০০ জন আইসিস জঙ্গি ওই দুই রাজ্যে আত্মগোপন করে রয়েছে। যে কোনও মুহূর্তে দেশের যে কোনও প্রান্তে হামলা চালাতে পারে তারা। সেই জঙ্গিদের অধিকাংশকেই ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং মায়ানামার থেকে নিযুক্ত করা হয়েছে। মূলত যুব সম্প্রদায়কেই নিশানা করেছে আল কায়দা ও আইসিস-এর মতো জঙ্গি সংগঠনগুলি।

এরই মধ্যে অনলাইন ম্যাগাজিনে করোনাকে হাতিয়ার হিসেবে ব্যবহারের বার্তা ছড়িয়ে পড়তেই আশঙ্কা কয়েকগুণ বেড়ে গিয়েছে। এমনকী জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের গ্রেফতারির প্রতিবাদে দিল্লির পুলিশকর্মীদের মধ্যেও করোনাকে ছড়িয়ে দিতে বলা হয়েছে।


নিউজ ক্রেডিট- বাংলাদেশ প্রতিদিন

إرسال تعليق

আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!

أحدث أقدم