
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান- গোবিন্দ ভাসমান সবজি বিক্রেতা ছিলেন। ভোরে আখালিয়া নতুন বাজার থেকে সবজি আনতে যাওয়ার পথে ধোপাদীঘির পাড় শিশু পার্কের সামনে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। পথচারীরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।