Page Nav

HIDE

Breaking News:

latest

Top Ads

নদীর পাড় থেকে গলায় দড়ি প্যাঁচানো সুমন সাহার মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্বপাইকপাড়া তিতাস নদীর পাড় থেকে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় সুমন সাহা (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ...

নদীর পাড় থেকে গলায় দড়ি প্যাঁচানো সুমন সাহার মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্বপাইকপাড়া তিতাস নদীর পাড় থেকে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় সুমন সাহা (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বুধবার (১৪ জুন) বেলা ১০টায় নদী পাড়ের বেড়িবাঁধের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার দুই হাত অস্বাভাবিক বাঁকা ছিল।


নিহত সুমন সাহা শহরের কালাশ্রীপাড়া এলাকার অশোক সাহার ছেলে। তিনি শহরের একটি মুদি মালের দোকানের কর্মচারী ছিলেন। তার স্ত্রী ও দুই মেয়ে আছে।


পরিবার সূত্র জানা গেছে, সুমন মঙ্গলবার রাতে খাবার খেয়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরে বুধবার সকালে স্থানীয়রা বেড়িবাঁধের নিচে তার গলায় দড়ি প্যাঁচানো মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

No comments

আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!

Latest Articles