সাতক্ষীরার দেবহাটায় একটি মৎস্য ঘের থেকে পরিতোষ কুমার বিশ্বাস (৫৫) নামের এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দেবহাটা উপজেলার সখিপ...
সাতক্ষীরার দেবহাটায় একটি মৎস্য ঘের থেকে পরিতোষ কুমার বিশ্বাস (৫৫) নামের এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের পাচু বিশ্বাসের ছেলে এবং সখিপুর বাজারের পদ্মশ্রী বস্ত্র বিতানের মালিক।
১৭ জুন শনিবার সন্ধ্যায় দেবহাটা সদর ইউনিয়নের ভাতশালা এলাকায় জলিল বিশ্বাসের মৎস্য ঘেরের ভেড়িবাঁধের উপরে তিনি মৃত অবস্থায় পড়ে ছিলেন। স্থানীয়রা বিষয়টি দেবহাটা থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- সম্প্রতি পরিতোষ সরকার ব্যাপক ঋনগ্রস্ত হয়ে পড়েন।
ব্যবসা প্রতিষ্ঠানের বকেয়া টাকা আদায়ের জন্য শনিবার বাইসাইকেল নিয়ে ওই এলাকায় যান। সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে একটি বিষের বোতলের ছিঁপি খুঁজে পান স্থানীয়রা। তবে, তার সাথে থাকা বাইসাইকেল বা বিষের বোতল ঘটনাস্থলে পাওয়া যায়নি।
দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন- দেবহাটা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছেন। রহস্যজনক মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ বেরিয়ে আসবে বলেও জানান তিনি।
No comments
আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!