দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজস্ব সম্প্রদায়ের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল ২৫...
দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজস্ব সম্প্রদায়ের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
গতকাল ২৫ জুন রবিবার বিকাল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে এ দাবি করেন সংস্থাটির একটি প্রতিনিধি দল। এই সময় নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা উপস্থিত ছিলেন।
সিইসির সঙ্গে বৈঠক শেষে সংস্থাটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল বলেন- বিভিন্ন নির্বাচনের আগে ও পরে হিন্দু সম্প্রদায়ের নাগরিকরা সহিংসতার শিকার হন। সামনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই এই নির্বাচনের আগে ও পরে হিন্দু সম্প্রদায়ের কেউ যেন সহিংসতার শিকার না হয়, সে বিষয়ে আগে থেকে যেন নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য সিইসির সঙ্গে দেখা করেছি।
এর আগে রাজনৈতিক দল ও বিভিন্ন মহলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ করার সময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা তাতে অংশগ্রহণের সুযোগ চেয়ে আবেদন করেছিলেন। তখন সময় দিতে না পেরে রবিবার সংস্থাটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি।
-HTPC
No comments
আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!