Page Nav

HIDE

Breaking News:

latest

Top Ads

রংপুরের গঙ্গাচড়ার কোলকোন্দে কালী প্রতিমা ভাঙচুর

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নে কালী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ মে) দিবাগত রাতে কোলকোন্দ ইউনিয়নের শিঙ্গী...

রংপুরে কালী প্রতিমা ভাঙচুর


রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নে কালী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ মে) দিবাগত রাতে কোলকোন্দ ইউনিয়নের শিঙ্গীমারী শ্মশান কালী মন্দিরের কালী প্রতিমা ভাঙচুর করা হয়। এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, রপুর জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিঙ্গীমারী শ্মশান কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুধীর চন্দ্র বর্মন জানান, ওই মন্দিরের চারদিক ঘেরা।

প্রবেশ দ্বারে কলাপসিবল গেট রয়েছে।দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতের কোনো এক সময় গেটের বাইরে থেকে বাঁশের কঞ্চি দিয়ে প্রতিমা টেনে  ফেলে  দিয়ে ভাঙচুর করে কঞ্চিটি ফেলে যায়।

সকালে লোকজন প্রতিমা ভাঙচুর দেখে পুলিশে সংবাদ দেয়। প্রতিমা ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

- দেশ বাংলা

No comments

আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!

Latest Articles