মুসলমান বাড়ি থেকে এসে অনিক শীলের মৃত্যু

 



১লা মে সোমবার রাত ৯টায় বরগুনা-পাথরঘাটা উপজেলায় অনিক শীল (১৩) নামে এক স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু হয়। পাথরঘাটা হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।

মৃত অনিক চরদুয়ানী ইউনিয়নের ছহেরাবাদ গ্রামের উত্তম শীলের ছেলে এবং চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।

শিক্ষার্থী অনিককে রাতে তার স্বজনের অচেতন অবস্থায় পাথরঘাটা হাসপাতালে নিয়ে এলে রাত ৯টার দিকে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এর আগে রাত ৮টার দিকে তদের বাড়ির নিকটস্থ ছহেরাবাদ মন্দিরে শ্রীগুরু সঙ্ঘের আয়োজনে চলমান কীর্ত্তনাঙ্গনের কাছাকাছি রাস্তায় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।


অনিকের মা সুমি রানী জানান- দুপুরে সে নদীতে পোনামাছ ধরতে যায়। বিকেলে পার্শ্ববর্তী এক মুসলমান বাড়িতে যায় এবং সন্ধ্যায় মন্দিরে কীর্ত্তনে যায়।

এ রিপোর্ট তৈরি কালে পাথরঘাটা থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে মৃতদেহটির সুরতহাল রিপোর্ট সংগ্রহ করতে দেখা গেছে।


Post a Comment

আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!

Previous Post Next Post