Tips For Happy Life: নিজের মতাদর্শ ও উপদেশের মাধ্যমে অনেককে সঠিক পথ দেখিয়েছেন বাবা নিম করোলি। বিংশ শতাব্দীর মহান সন্তদের মধ্যে অন্যতম হলেন ব...
Tips For Happy Life: নিজের মতাদর্শ ও উপদেশের মাধ্যমে অনেককে সঠিক পথ দেখিয়েছেন বাবা নিম করোলি। বিংশ শতাব্দীর মহান সন্তদের মধ্যে অন্যতম হলেন বাবা নিম করোলি। তাঁকে বজরংবলীর অবতার হিসেবে পুজো করেন সকলে। তাঁরা জীবনমন্ত্র সকলকে উদ্বুদ্ধ করেছে। তাঁর উপদেশ মেনে চললে জীবনে কখনও কোনও সমস্যা দেখা দেয় না। নিম করোলি বাবার মতে কিছু কিছু কথা ভুলেও অন্যদের জানানো উচিত নয়। কোন কোন কথা অন্যদের বলবেন না, জেনে নিন।
আয় সম্পর্কে কাউকে জানাবেন না
নিম করোলি বাবার মতে অন্যান্যদের কখনও নিজের আয় সম্পর্কে জানানো উচিত নয়। প্রত্যেককে নিজের আয়ের প্রতি সন্তুষ্ট থাকার পরামর্শ দেন তিনি। নিম করোলি বাবার মতে, কারও আয় জানার পর ব্যক্তি সেই ব্যক্তির পদ, স্তর বিবেচনা করতে শুরু করেন। প্রচুর আয় করলে অপর ব্যক্তি তাতে লোভ দেবে। এর ফলে চাকরি ও ব্যবসায় লোকসান দেখা দিতে পারে। নিজের আয়ের ওপর অন্যের নজর লাগতে দেবেন না।
দান-পুণ্যের কথা কাউকে বলবেন না
অনেকে প্রচুর দান-পুণ্য করেন এবং সকলকে তা শোনাতে থাকেন। নিম করোলি বাবা নিজের দান-পুণ্যের কথা অন্যকে জানাতে বারণ করেন। নিম করোলি বাবার মতে অন্যের সামনে নিজের দান-পুণ্যের কথা জানালে, সেই দানের কোনও পুণ্য লাভ করা যায় না। আধ্যাত্মিক ও পুণ্য ফল লাভ করার জন্য কখনও দান সম্পর্কে কাউকে জানাবেন না। দান-পুণ্যের কথা জানালে জীবনে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়।
নিজের দুর্বলতা ও শক্তি সম্পর্কে কাউকে জানাবেন না
নিম করোলি বাবা কাউকে নিজের দুর্বলতা ও শক্তি সম্পর্কে সকলকে জানাতে বারণ করেছেন। কেউ আপনার দুর্বলতা সম্পর্কে জানলে তার দুর্ব্যবার করতে পারেন। এমনকি আপনার বিরুদ্ধে গুরুতর ষড়যন্ত্র করতে পারেন। তাই ভুলেও নিজের দুর্বলতা কখনও কাউকে জানাবেন না। অন্য দিকে নিজের শক্তি-সামর্থ্যও কাউকে জানাতে নেই। অপর কোনও ব্যক্তিকে নিজের শক্তি-সামর্থ্য জানানো মূর্খতা।
No comments
আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!