Page Nav

HIDE

Breaking News:

latest

Top Ads

মাদ্রাসা ছাত্রকে ধর্ষণ : অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। গত বুধবার রাতে শিশুটির মা এ বিষয়ে থানায় মামলা ...

মাদ্রাসা ছাত্রকে ধর্ষণ : অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে।

গত বুধবার রাতে শিশুটির মা এ বিষয়ে থানায় মামলা করেছেন বলে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান৷

তিনি বলেন, ঘটনার পর থেকে শিক্ষক হাফেজ আবু সুফিয়ান পলাতক৷ তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে৷

আবু সুফিয়ান (২২) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার রাতারাতিয়া গ্রামের বাসিন্দা।

তিনি রূপগঞ্জ উপজেলার মুগরাকুল হাদিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় শিক্ষক৷

মামলার এজাহারের বরাতে পুলিশ জানায়, গত সোমবার রাতে মাদ্রাসাটির আবাসিক ভবনের একটি কক্ষে সাত বছর বয়সী ওই শিশুটিকে ধর্ষণ করেন আবু সুফিয়ান। এতে অসুস্থ শিশুটি বর্তমানে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷

শিশুটির মা বলেন, তার স্বামী ব্যাটারিচালিত রিকশা (ইজিবাইক) চালক৷ একমাত্র ছেলেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে ওই মাদরাসায় ভর্তি করান৷  মাদ্রাসার আবাসিকে থেকে শিশুটি পড়ে৷

“গত সোমবার রাতে ছেলেকে ঘুম থেইকা ডাইকা তোলে আবু সুফিয়ান হুজুর৷ পরে ছেলেটারে বলাৎকার করে৷ আমার ছেলে অসুস্থ হয়ে পড়লে বুধবার বিকালে আমাদের খবর দেয়৷”

“ছেলে আমারে জানায়, তার মলদ্বারে ব্যথা৷ ব্যথা কেন করে? জানতে চাইলে ছেলে আমারে সব জানায়,” বলেন শিশুটির মা৷

-বিডিনিউজ

No comments

আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!

Latest Articles