Page Nav

HIDE

Breaking News:

latest

Top Ads

ঝিনাইদহে হাত পা মুখ বেঁধে শিশুকে ধর্ষণের অভিযোগ; যুবক গ্রেপ্তার

ঝিনাইদহের শৈলকুপায় এক শিশুকে হাত পা ও মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার উপজ...

ঝিনাইদহে হাত পা মুখ বেঁধে শিশুকে ধর্ষণের অভিযোগ


ঝিনাইদহের শৈলকুপায় এক শিশুকে হাত পা ও মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।


এ ঘটনায় কবির হোসেন নামে মুদি দোকানিকে একজনকে আটক করেছে পুলিশ। তিনি বাহাদুরপুর গ্রামের রমজান শেখের ছেলে। 


সদর হাসপাতালে শিশুর চাচি জানান, শিশুর বাবা বিকেলে বাড়ির পাশে মাঠে কাজে যান। বাড়িতে রান্নার জন্য তেলের প্রয়োজন হলে বিকেলে বাড়ির পাশে কবির হোসেনের (১৮) মুদি দোকানে যায় শিশুটি। দোকানদার শিশুকে একা পেয়ে দোকানের মধ্যে হাত পা ও মুখ বেঁধে পাশবিক নির্যাতন চালায়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়িতে এসে পরিবারের সদস্যদের জানায়। এরপর তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।


সদর হাসপাতালের প্রসূতি  বিভাগের মেডিকেল অফিসার ফারহানা শারমিন আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটি ধর্ষণের তথ্য নিয়ে ভর্তি হয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছে। ভেতরেও ইনজুরি রয়েছে। শারীরিক অবস্থা ভালো নেই, কিছুটা সুস্থ হলেই বলা যাবে পরবর্তী অবস্থা।’ 


শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শিশু ধর্ষণের খবর শুনে ওই গ্রামে অভিযান চালিয়ে কবির হোসেনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।’

-আজকের পত্রিকা

No comments

আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!

Latest Articles