নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদিগুন সীমান্তে প্রায় ৫০ বছরের বিবাদ নিষ্পতির পর ৭৫ শতাংশ জমির মালিকানা পেয়েছে বাংলাদেশ। এ উপলক্ষে সীমান্তে ভা...
নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদিগুন সীমান্তে প্রায় ৫০ বছরের বিবাদ নিষ্পতির পর ৭৫ শতাংশ জমির মালিকানা পেয়েছে বাংলাদেশ। এ উপলক্ষে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) দুপুরে ধামইরহাট সীমান্তে আগ্রাদিগুন ইউনিয়নের রামচন্দ্রপুর ফুটবল মাঠে এ বৈঠকের পর জমির মালিকানা পেয়েছে বাংলাদেশে।
১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন, পিএসসি জানান, নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদিগুন সীমান্তে জমি নিয়ে বিজিবির সাথে বিএসএফের দীর্ঘদিনের বিরোধ ছিল। আর জমিটি বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে হওয়ায় সেখানে বাংলাদেশের কৃষকরা চাষাবাদ করে আসছিলেন। বিরোধ নিষ্পত্তি করতে বিএসএফের সাথে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। পতাকা বৈঠকের আহ্বানে সাড়া দেয় বিএসএফ।
এ সময় বিজিবির পক্ষে ছয় সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি। অপরদিকে ১২ সদস্য বিশিষ্ট বিএসএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের আরাদপুর ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ ক্যাম্পের কমান্ড্যান্ট শ্রী শঞ্জয় কুমার মিশ্রা।
এ সময় আর্ন্তজাতিক মানচিত্র অনুসারে উভয় দেশের সার্ভেয়ার দ্বারা জমি পরিমাপ করা হয়। মাপজোখে দেখা যায় বিরোধপূর্ণ সম্পত্তি বাংলাদেশের। মাপজোখ শেষে ৭৫ শতাংশ জমি পেয়েছে বাংলাদেশ। তবে ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে পত্র না দেওয়া পর্যন্ত কোনো পক্ষই ওই জমিটি ভোগ-দখল করতে পারবে না এরূপ সিদ্ধান্ত নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পতাকা বৈঠকটি শেষ হয়।
No comments
আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!