সলমনের কথায়, 'ভারতে অনেক সমস্যা রয়েছে, সংযুক্ত আরব আমিরাতে তিনি সম্পূর্ণ নিরাপদ। সেখানে কোনও হুমকির ভয় নেই।' তাঁর কথায়, এখন তিনি যা ...
সলমনের কথায়, 'ভারতে অনেক সমস্যা রয়েছে, সংযুক্ত আরব আমিরাতে তিনি সম্পূর্ণ নিরাপদ। সেখানে কোনও হুমকির ভয় নেই।' তাঁর কথায়, এখন তিনি যা করছেন, তা তিনি ভেবে চিন্তেই করছেন। সম্প্রতি. এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি।
একের পর এক প্রাণনাশের হুমকি পাচ্ছেন। স্বাধীন জীবনযাত্রা নয়, নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিন কাটছে সলমন খানের। এখন আর চাইলেই সাইকেল চড়ে শহর ঘুরতে পারেন না। এখন সলমনের আগেপিছে বন্দুক নিয়ে ঘোরেন নিরাপত্তারক্ষীরা। এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করেছেন সলমন। তাঁর কথায়, 'ভারতে অনেক সমস্যা রয়েছে, সংযুক্ত আরব আমিরাতে তিনি সম্পূর্ণ নিরাপদ। সেখানে কোনও হুমকির ভয় নেই।' তাঁর কথায়, এখন তিনি যা করছেন, তা তিনি ভেবেচিন্তেই করছেন। সম্প্রতি. এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি।
একের পর এক খুনের হুমকির পর আপাতত সলমনকে Y+ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে মুম্বই পুলিশ। এদিকে সম্প্রতি 'আপ কি আদালত'-এ এসে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকা নিয়ে মন্তব্য করেছেন সল্লু। চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসেও সামন দুই ভিন্ন ব্যক্তির কাছ থেকে হুমকি ফোন ও একটি চিঠি আসে।
'আপ কি আদালত'-এ সলমন বলেন, ‘নিরাপত্তাহীনতায় ভোগের থেকে নিরাপত্তা অনেক ভালো। হ্যাঁ, এখন আমি নিরাপত্তার মধ্যেই রয়েছি। এখন রাস্তায় সাইকেল চালিয়ে একা কোথাও যাওয়া সম্ভব নয়। সব থেকে বড় সমস্যা আমার নিরাপত্তার কারণে ট্রাফিকের মধ্যে যানবাহন অন্যদের অসুবিধার সৃষ্টি করছে। জনতাও ত আমাকে দেখতে চান, এখন আমার অনুরাগীরা অসহায়। একিসি কা ভাই কিসি কি জান-এ একটি লাইন আছে, ওদের একবার ভাগ্যবান হতে হবে, আর আমাকে ১০০ বার। খুব সাবধানে থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে।’
গত ১০ এপ্রিল সলমনকে মারার হুমকি ফোন আসে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে। তার আগে সলমনকে হুমকি ইমেল পাঠানোর অভিযোগে রাজস্থান থেকে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। তারও আগে আরও এক হুমকি মেলে সলমনকে সিধু মুসেওয়ালার মতো পরিণতি দেওয়ার কথা বলা হয়। আর এসবের কারণেই সলমনের নিরাপত্তা কঠোর করা হয়েছে। সলমন জানিয়েছেন, তাঁকে এখন পুলিশ যা বলছে, তিনি সেভাবেই চলছেন।
নিউজ- হিন্দুস্থান টাইমস
No comments
আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!