মেয়ে মালতীকে সঙ্গে নিয়ে সিদ্ধি বিনায়ক মন্দিরে প্রিয়াঙ্কা

মেয়েকে সঙ্গে নিয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।প্রথা মেনে পুজো দেন প্রিয়াঙ্কা। প্রণাম করেন। কপালে তিলক লাগান পুরোহিত প্রিয়াঙ্কা ও তাঁর মেয়েকে উত্তরীয় পরিয়ে দেন। মন্দিরের সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।    মা কালিনা বিমানবন্দরে তারকাকে সপরিবার দেখা যেতেই বলিউডের অন্দরমহলে ছড়িয়ে পড়ে গুঞ্জন৷ তাহলে কি বোন পরিণীতি চোপড়ার রোকায় যোগ দিতে এসেছেন তিনি?    সংবাদমাধ্যমে প্রকাশ, পরিণীতির সম্ভাব্য বয়ফ্রেন্ড রাঘব চড্ঢার সঙ্গে আলাপ করতে পারেন প্রিয়ঙ্কা৷ তাঁর মু্ম্বই আগমনের সঙ্গে জড়িয়ে আছে সিটাডেলের প্রচারপর্বও৷ তবে পরিবারের জন্য নাকি এবার বেশ কিছুটা সময় রাখছেন প্রিয়ঙ্কা৷ তিনি এসেছেন বলে ঘরোয়া অনুষ্ঠানও হতে পারে৷    মালতীর জন্মের সময়টা সহজ ছিল না নিক-প্রিয়াঙ্কার জন্য়। প্রি-ম্যাচিওর বেবি মালতীকে জন্মের পরে ১০০ দিন আইসিইউ-তে রাখতে হয়েছিল।

 


Post a Comment

আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!

Previous Post Next Post