ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আত্মঘাতী হামলার হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে কেরালাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। কারণ সোমবার (২৪ এপ্রিল) তা...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আত্মঘাতী হামলার হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে কেরালাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। কারণ সোমবার (২৪ এপ্রিল) তার কেরালা সফরের কথা রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের নেক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, আগামী ২৪ এপ্রিল কেরালা সফরে যাবেন প্রধানমন্ত্রী। এর আগে বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রনকে হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়। সেই চিঠি নিয়ে কেরালার রাজ্য-রাজনীতিতে তোলপাড় চলছে।
চিঠিতে নরেন্দ্র মোদিকে আত্মঘাতী হামলায় হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এমন চিঠি পাওয়ার পর কেরালায় অতিরিক্ত সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। চিঠি পাওয়ার পর বিজেপির রাজ্য সভাপতি তা কেরালা পুলিশের এডিজি (ইন্টেলিজেন্স) টি কে বিনোদ কুমারের কাছে পাঠিয়ে দেন।
বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। দেশটির পুলিশ জানিয়েছে, চিঠিতে প্রেরকের নাম ও অন্যান্য তথ্যও ছিল। চিঠিতে ২৪ এপ্রিল মোদির কোচি সফরের সময় আত্মঘাতী হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হুমকির চিঠিতে লেখা নামের ভিত্তিতে পুলিশ ইতোমধ্যে জোসেফ নামে এক ব্যক্তিকে সনাক্ত করেছে।
তবে জোসেফের দাবি, কেউ তার নাম ব্যবহার করে এ ধরনের কাজ করেছে। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। তবে পুলিশের দাবি, এই চিঠির পেছনে পিএফআইসহ আরও কিছু সংগঠনের হাত থাকতে পারে।
No comments
আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!