Page Nav

HIDE

Breaking News:

latest

Top Ads

চাঁদপুরে সংখ্যালঘুদের উপর অতর্কিত হামলা

গত ২৫ মার্চ শনিবার চাঁদপুর-হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের হিন্দু শ্যামল চন্দ্র এবং তার সহধর্মিণী শিপ্রা রানীর উপর অতর্কিত হামলা চালিয়েছে লন...

গত ২৫ মার্চ শনিবার চাঁদপুর-হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের হিন্দু শ্যামল চন্দ্র এবং তার সহধর্মিণী শিপ্রা রানীর উপর অতর্কিত হামলা চালিয়েছে লনি মিয়া ফকির গং।
আহত শ্যামল চন্দ্র এবং তার সহধর্মিণী শিপ্রা রানীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে।
হামলার সময় তাদেরকে এলাকা ছাড়া করার হুমকি দেয় হামলাকারীরা। যদিও বিষয়টি অবগত হয়ে গুরত্বসহকারে দেখছে প্রশাসন।
স্থানীয়রা জানান-
শ্যামলরা তাদের ক্রয়কৃত জায়গায় বাড়ি নির্মাণের কাজ শুরু করায়, অসৎ উদ্দ্যেশ্যে তাদের ওপর দলবল নিয়ে হামলা চালায় লনি মিয়া গংরা। হামলায় ব্যাপক মারধরে শ্যামলরা আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি। আমরা এই ঘটনার তদন্ত সাপেক্ষে বিচার দাবী করছি।
কান্নারত অবস্থায় শ্যামল চন্দ্র ও তার সহধর্মিণী শিপ্রা রানী বলেন-
টাকা দিয়ে জমি কিনেছি বাড়ী করবো। অথছ সেই জমিতে উঠতে দিচ্ছেনা প্বার্শবর্তি প্রভাবশালী লনি মিয়া গংরা। আমরা স্থানীয় গণ্য মান্যদের জানিয়েও তেমন কোন সুরাহা পাচ্ছি না। আমরা অসহায় বলে কি এদের কোন বিচার হবে না? ওরা আমাদের প্রকাশ্যে এলাকা ছাড়ার নির্দেশ দিচ্ছে। নয়তো খুব খারাপ হবে বলেও হুমকি ধমকি দিচ্ছে। জীবন রক্ষায় আমরা হাইমচর থানা পুলিশের দারস্ত হয়েছি।
অভিযোগ প্রসঙ্গে তাৎক্ষনিক কোন মন্তব্য করতে রাজি হয়নি লনি মিয়াসহ তাদের পক্ষের কেউ।
যদিও এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে হাইমচর থানার এসআই খোরশেদ বলেন-
আমরা শ্যামলদের থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের ভয় পাওয়ার কোন কারন নেই।

 

No comments

আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!

Latest Articles