গত ১৮ মার্চ কক্সবাজার সরকারি কলেজে হীরক জয়ন্তী উদযাপন হয়, সেখানে হিন্দুদের গরুর মাংস খাওয়ানো হয়েছে। দুর্জয় নামে এক শিক্ষার্থী ফেসবুক পোস্...
গত ১৮ মার্চ কক্সবাজার সরকারি কলেজে হীরক জয়ন্তী উদযাপন হয়, সেখানে হিন্দুদের গরুর মাংস খাওয়ানো হয়েছে।
দুর্জয় নামে এক শিক্ষার্থী ফেসবুক পোস্ট করে বলেন-
হীরকজয়ন্তী অনিয়ম নিয়ে পোস্ট করলে অনেকের অনুভুতিতে আঘাত লাগবে...! অন্যদিকে আমাদের, আমার প্রথম পরিচয় আমি হিন্দু কিন্তু আমাদের খাবার থালায় কেন গরুর মাংস**
কেন আমাদের ধর্মীয় অনুভূতিকে বার বার ছোট করে দেখা হয়? দক্ষিণ চট্টগ্রাম সবচেয়ে বড় বিদ্যাপীঠ তাহলে কেন এই সাম্প্রাদায়িক্তা? এই অব্যবস্থাপনার দায়বদ্ধতা কে নিবে?
অন্তর দাস নামে এক শিক্ষার্থী ফেসবুক পোস্ট করে বলেন -
কক্সবাজার সরকারি কলেজে হীরক জয়ন্তীর উপহার, হিন্দুদের খাওয়ানো হলো গো-মাংসাহার।
অন্তর দাসের ফেসবুক পোস্টে এক শিক্ষার্থী লিখেছেন -
দাদা এতো বাজে ব্যবস্থাপনা ছিল এতো বড় একটা অনুষ্ঠানের এটা খুবই ধিক্কার জনক।
No comments
আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!