নয়াদিল্লি : গত বছর থেকে ভারতীয় সেনাবাহিনীতে ( Indian Army ) ৭,০০০ - এর বেশি অফিসারের পদ ( officer posts ) খালি রয়েছে । লোকসভায় ( Lok Sab...
আরও পড়ুন :
ভারতীয় নৌবাহিনীতে অফিসারদের জন্য শূন্যপদ ৩১ ডিসেম্বর , ২০২১ - এ ১,৫৫৭ থেকে বছরে গিয়ে বেড়েছে ১,৬৫৩ - তে । পাশাপাশি নাবিকদের জন্য শূন্যপদ ২০২১ সালের শেষদিনে ১১,৭০৯ থেকে কমে গিয়ে গত বছরের একই সময়ে হয়েছে ১০,৭৪৬ - এ ।
বিমানবাহিনীতে অফিসারদের জন্য শূন্যপদ ১ জানুয়ারি , ২০২২ থেকে ৫৭২ থেকে বেড়ে গিয়ে তা ১ ডিসেম্বর , ২০২২ - এ হয়েছে ৭৬১। এদিকে এয়ারম্যানদের শূন্য পদ ২০২২ সালের প্রথম দিনে ৬,২২৭ থেকে গিয়ে নেমেছে ২,৩৪০ - তে । ভারতীয় সেনাবাহিনীতে ২০২১ সালে ১,৫১২ টি শূন্যপদ পূরণ করা হয়েছিল । তারপর , ২০২২ সালে ১,২৮৫ টি পদ পূরণ করা হয় ।
সেনাবাহিনীতে জুনিয়র কমিশনড অফিসারদের শূন্যপদ পূরণের প্রক্রিয়া ২০২১ সালে কোভিডের কারণে বন্ধ হয়ে গিয়েছিল । তারপর ২০২২ সালে ১৯,০৬৫ জন যোগ করায় ফের তা শুরু হয়েছিল । নৌবাহিনীতে গত বছরে ৩৮৬ জন অফিসার নিয়োগ করা হয়েছিল । যে সংখ্যাটা ২০২১ সালে ৩২৩ জন ছিল । এদিকে বিমান বাহিনীতেও গত বছর ৫১৯ জন অফিসার কাজে যোগ দিয়েছিলেন । ২০২১ সালে ৪,৬০৯ জন বিমানকর্মীকে নিয়োগ করা হয়েছিল ।
পরে ২০২২ সালে ৪২৩ টি শূন্যপদ পূরণ করা হয়েছিল
No comments
আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!