কোথায় গিয়ে দাঁড়াবে ক্ষয়ক্ষতি , ইয়ত্তা নেই তার । উদ্ধারকার্য চালাতে গিয়েও প্রতি পদে বিপত্তি বাধছে ( Turkey Earthquake ) । এমন পরিস্থিত...
কোথায় গিয়ে দাঁড়াবে ক্ষয়ক্ষতি , ইয়ত্তা নেই তার । উদ্ধারকার্য চালাতে গিয়েও প্রতি পদে বিপত্তি বাধছে ( Turkey Earthquake ) । এমন পরিস্থিতিতে তুরস্কে আগামী তিন মাসের জন্য জরুরি অবস্থার ঘোষণা করলেন সে দেশের প্রেসিডেন্ট রিচেপ তইপ আৰ্দোয়ান ( Recep Tayyip Erdogan l দেশের ১০ প্রদেশে এই জরুরি অবস্থা বহাল থাকবে বলে মঙ্গলবার ঘোষণা করলেন তিনি ( Turkey - Syria Earthquake ) ।
দেশের ১০ প্রদেশে এই জরুরি অবস্থা বহাল থাকবে পর পর ভূমিকম্পে লন্ডভন্ড তুরস্ক এবং তার পড়শি দেশ সিরিয়া । বিগত এক শতকে এমন ভয়াবহ পরিস্থিতি দেখা দেয়নি সেখানে । এখনও পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন বলে খবর মিলেছে ।
ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা । ফলে আগামী দিনে মৃত্যুসংখ্যা আরও তরতর করে বাড়তে পারে বলে মনে করা হচ্ছে । মোটামুটি নয় ঘণ্টার ব্যবধানে পর পর দু'টি শক্তিশালী ভূমিকম্পের ধাক্কায় কেঁপে ওঠে তুরস্ক । তার মধ্যে রিখটার স্কেলে একটির তীব্রতা ছিল ৭.৮ , অন্যটির ৭.৫ । তবে সেখানেই থেমে থাকেনি বিপর্যয় । এর পর একাধিক আফটারশকও অনুভূত হয় । তাতেই শহরের পর শহর ধূলিসাৎ হয়ে গিয়েছে ।
প্রায় ১৫ হাজার উদ্ধারকর্মীকে বিপর্যয় সামলাতে নামিয়েছে সে দেশের সরকার । আরও পড়ুন : Turkey Syria Earthquake : ' মা কোথায় ' ? ৪ হাজার ৮০০ - রও বেশি লাশের স্তূপের মাঝে প্রশ্ন সাত বছরের বালিকার কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কোনও লক্ষণ নেই । কারণ তীব্র শৈত্যপ্রবাহ বৃষ্টি বার বার উদ্ধারকার্য চালাতে বাধা হয়ে দাঁড়ােচ্ছ । এমন পরিস্থিতিতে মৃত্যুসংখ্যা আরও বাড়চতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ।
ইতিমধ্যেই গোটা বিশ্ব থেকে সাহায্য আসতে শুরু করেছে তুরস্কে । বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে । কিন্তু মৃত্যুসংখ্যা ৩৫ হাজারে গিয়ে ঠেকতে পারে আশঙ্কা তাদের । ভূমিকম্প স্থলের আশেপাশেই সেখানে তাঁবু খাটিয়ে রয়েছেন মানুষ তুরস্ক এবং সিরিয়া , পাশাপাশি দুই দেশ । এক দিকে ইউরোপের প্রবেশদ্বার হিসেবে ধরা হয় তুরস্ককে ।
পর্যটন শিল্পেও বিপুল জনপ্রিয়তা রয়েছে দেশের । অন্য দিকে , বিগত কয়েক দশক ধরে যুদ্ধ এবং সন্ত্রাসের কবলেই থেকেছে সিরিয়া । তার আঁচ গায়ে লেগেছে তুরস্কেরও । কিন্তু তুরস্কের তুলনায় বিপদ মোকাবিলার ধারেকাছেও নেই সিরিয়া । বর্তমানে ভূমিকম্প স্থলের আশেপাশেই সেখানে তাঁবু খাটিয়ে রয়েছেন মানুষ । তবে এখানেই শেষ নয় , আরও আফটারশক অনুভূত হতে পারে বলে রয়েছে আশঙ্কা । Author : ABP Ananda
No comments
আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!