অজয়ের বাজিমাত

 

১৮ নভেম্বর মুক্তি পায় অজয় দেবগনের ‘দৃশ্যম-টু’ সিনেমাটি

যেখানে একের পর এক দক্ষিণী সিনেমার দাপটে মুখ থুবড়ে পরছে বলিউডের বিগ বাজেটের সিনেমাগুলো সেখানে কম বাজেটের বেশ কিছু সিনেমাই চমক লাগিয়েছে দর্শকদের মাঝে। সবাইকে অবাক করে দিয়ে হিট তকমা পেয়েছে সিনেমাগুলো।

১৮ নভেম্বর মুক্তি পায় অজয় দেবগনের ‘দৃশ্যম-টু’ সিনেমাটি। মালায়ালাম সিনেমার রিমেক এ সিনেমাটি অপ্রত্যাশিত ভাবেই দর্শকদের হলে আনতে সক্ষম হয়েছে। মুক্তির পর ভারত জুড়ে মোট ৩ হাজার ৩০২টি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির প্রথম সপ্তাহে শুধু ভারতে সিনেমাটি শত কোটির ক্লাব পেরিয়ে যায়। আর তৃতীয় সপ্তাহে সিনেমাটির আয় দুই’শ কোটির ক্লাব পেরিয়ে যায়। চতুর্থ সপ্তাহে বিশ্বব্যাপী এ সিনেমা তিন’শ কোটির বেশি আয় করেছে। এমন আয়ে দীর্ঘদিন পর এ সিনেমার মাধ্যমে বলিউডের বক্স অফিসও যেন প্রাণ ফিরে পেয়েছে।

এ নিয়ে বলিউডের গণমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী ভারতে ‘দৃশ্যম টু’ মোট আয় করেছে ২৫৩.৪৯ কোটি রুপি। বিদেশে আয় করেছে ৫১.৩৬ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৩০৪.৮৫ কোটি রুপি। তাছাড়া চলতি বছর মুক্তি পাওয়া ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ৪৩১ কোটি রুপি, ‘দ্য কাশ্মীর ফাইলস’ আয় করে ৩৪১ কোটি রুপি। আর ৩০৪.৮৫ কোটি রুপি আয় করে এ তালিকায় জায়গা করে নিলো ‘দৃশ্যম টু’। অর্থাৎ চলতি বছরে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা সিনেমার মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে ‘দৃশ্যম টু’।

২০১৫ সালে বলিউড পরিচালক নিশিকান্ত কামার ‘দৃশ্যম’ হিন্দি ভাষায় রিমেক করেন। হিন্দি ভাষার রিমেকে অভিনয় করেন অজয় দেবগন, টাবু, শ্রেয়া সরন, অক্ষয় খান্না। ৩৮ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল ১১০ কোটি রুপি। অভিনয়শিল্পীরা অপরিবর্তিত থাকলেও এই সিরিজের দ্বিতীয় পার্ট ‘দৃশ্যম-টু’ পরিচালনা করেছেন পরিচালক অভিষেক পাঠক। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৫০ কোটি রুপি।

এদিকে মালায়ালাম ভাষার বহুল আলোচিত সিনেমা সিরিজ ‘দৃশ্যম’। জিতু জোসেফ পরিচালিত এ সিরিজের প্রথম পার্ট মুক্তি পায় ২০১৩ সালে। দ্বিতীয় পার্ট মুক্তি পায় ২০২১ সালে। এ দুই পার্টে প্রধান চরিত্রে অভিনয় করেন মোহনলাল।
 

Post a Comment

আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!

Previous Post Next Post