Page Nav

HIDE
ads banner

Breaking News:

latest

Top Ads

ইসলামাবাদে প্রথম হিন্দু মন্দির স্থাপন, ১০ কোটি টাকা বরাদ্দ করল পাক সরকার

ছবি-টুইটার ইসলামাবাদে শুরু হলো প্রথম হিন্দু মন্দির স্থাপনের কাজ। মাটি খুঁড়ে মন্দির স্থাপনের কাজ শুরু করলেন পাকিস্তানের মানবাধিকার ...

ইসলামাবাদে প্রথম হিন্দু মন্দির স্থাপন, ১০ কোটি টাকা বরাদ্দ করল পাক সরকার
ছবি-টুইটার

ইসলামাবাদে শুরু হলো প্রথম হিন্দু মন্দির স্থাপনের কাজ।
মাটি খুঁড়ে মন্দির স্থাপনের কাজ শুরু করলেন পাকিস্তানের মানবাধিকার
বিষয়ক সংসদীয় সম্পাদক লাল চাঁদ মাহি। ইসলামাবাদের এইচ-৯/২ সেক্টরে কৃষ্ণ মন্দির স্থাপনের 
কাজ শুরু করে তিনি টুইট করে লিখেছেন এটা ইসলামাবাদের প্রথম হিন্দু মন্দির।

২০১৭ সালেই হিন্দু কাউন্সিলকে ক্যাপিটেল ডেভেলপমেন্ট কর্তৃপক্ষ এই ২০ হাজার বর্গ কিলোমিটার
জমি মন্দির নির্মাণের জন্য দিয়েছিলেন। কিন্তু বারবার কোনও না কোনও কারণে পিঁছিয়ে গিয়েছিল
মন্দির নির্মাণ।
এবার সেই কাজ শুরু করলেন লাল চাঁদ। পাকিস্তান সরকার এই মন্দির নির্মাণের জন্য
১০ কোটি টাকা খরচ করবে। এমনটাই জানিয়েছেন সে দেশের ধর্ম বিষয়ক মন্ত্রী পির নুরুল হক কাদরি।
ইসলামাবাদের হিন্দু সংখ্যালঘুরা বারবার এই মন্দিরের দাবি জানিয়ে এসেছেন।
এই "শ্রী কৃষ্ণ মন্দির" হয়ে গেলে আর রাওলপিন্ডিতে উপাসনার জন্য যেতে হবেনা তাঁদের।   
অবশেষে লাল চাঁদ মাহি ও প্রীতম দাস, মহেশ চৌধুরি, অশোক কুমার সহ বাকি
হিন্দু পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে মাটি খুঁড়ে কাজ শুরু হলো মন্দিরের।

নিউজ ক্রেডিট- zeenews.india.com

No comments

আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!

Latest Articles