নয়াদিল্লি: আজ ২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবস। শারীরিক, মানসিক, ও আধ্যাত্মিক অনুশীলনে এই প্রথা ভারতে বহু যুগ ধরে চলে আসছে। ২০১৪ সালের ২৭...
নয়াদিল্লি: আজ ২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবস। শারীরিক, মানসিক, ও আধ্যাত্মিক অনুশীলনে এই প্রথা ভারতে বহু যুগ ধরে চলে আসছে। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দিয়েছিলেন। ২০১৪ সালের ১১ ডিসেম্বর রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করে। এরপর থেকে প্রতি বছর ২১ জুন দিনটি ‘বিশ্ব যোগ দিবস’ হিসাবে পালন করে আসছে গোটা বিশ্ব।
রবিবার দেশবাসীকে যোগ ব্যায়ামে উৎসাহ দেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগচর্চাকে ‘বিশ্বকে ভারতের শ্রেষ্ঠ উপহার’ বলে ব্যাখ্যা করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টুইটে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে প্রাণায়াম।
টুইটে রামনাথ কোবিন্দ বলেন, আন্তর্জাতিক যোগ দিবসে সবাইকে শুভেচ্ছা জানাই। যোগের প্রাচীন ইতিহাস বিশ্বকে দেওয়া ভারতের বড় উপহার। দেখে ভালো লাগছে প্রতিদিন আরও বেশি মানুষ যোগাভ্যাস শুরু করছেন। জীবনের এই চাপের মধ্যে, বিশেষ করে করোনার মধ্যে শরীরকে সুস্থ ও মনকে তাজা রাখতে সাহায্য করে যোগ। সেইসঙ্গে আত্মবিশ্বাসও বাড়ায়।
Greetings on #InternationalYogaDay.
The ancient science of Yoga is India’s great gift to the world.
Glad to see more and more people adopting it.
Amid stress and strife, especially with #Covid19, practicing Yoga can help keep the body fit and mind serene.
2,082 people are talking about this
এদিন যোগাসন করতে দেখা যায় লোকসভার স্পিকার ওম বিড়লা, বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপে নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল, প্রকাশ জাভড়েকর, গিরিরাজ সিং, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল, মুখতার আব্বাস নকভি, ধর্মেন্দ্র প্রধান-সহ বহু কেন্দ্রীয় মন্ত্রীকে।
নিউজ ক্রেডিট- kolkatatribune.in
No comments
আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!