একদিকে মারণ ভাইরাস করোনার থাবা। সেই সঙ্গে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্র। এই অবস্থায় মানসিক শান্তি পেতে হলে শ্র...
একদিকে মারণ ভাইরাস করোনার থাবা। সেই সঙ্গে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্র। এই অবস্থায় মানসিক শান্তি পেতে হলে শ্রীমদ্ভগবদগীতা পড়ার পরামর্শ দিলেন মার্কিন কংগ্রেসের প্রথম হিন্দু সদস্য তুলসি গাব্বার্ড। বর্তমানে আমেরিকায় আইনপ্রণেতার পদে আসীন রয়েছেন তিনি।
তুলসি গাব্বার্ড এই পরিস্থিতিতে বলেন, এই ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ে একমাত্র পথ দেখাতে পারে ভগবত গীতাই।
করোনার প্রকোপে নাজেহাল আমেরিকা। তাই এ বছর মার্কিন মুলুকে হিন্দু স্টুডেন্ট কাউন্সিলের বার্ষিক সভা আয়োজন হয়েছিল ভার্চুয়াল পদ্ধতিতে। এই সম্মেলনে প্রধান বক্তা ছিলেন হাওয়াইয়ের সাংসদ তুলসী গাব্বার্ড। তিনি বলেন, একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে চলেছি আমরা। কেউই জানে না এর শেষ কোথায়।
এর পরেই শ্রীমদ্ভগবদগীতার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা এই অস্থিরতার মধ্যে জীবনে শক্তি সঞ্চয় করতে পারি গীতার ভক্তিযোগ ও কর্মযোগ অধ্যায়ন করে। এই সংকটের মুহূর্তে ভগবত গীতাই মানুষকে শক্তি, শান্তি এবং নিশ্চিন্ত জীবনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ঠিক যেমনটা ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছিলেন।
উল্লেখ্য, গত ২৫ মে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে শ্বেতাঙ্গ পুলিশকর্মীর নির্যাতনে মৃত্যু হয় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের। এরপর থেকেই বিক্ষোভে উত্তাল গোটা মার্কিন যুক্তরাষ্ট্র।
নিউজ ক্রেডিট- kolkatatribune.in
No comments
আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!