নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজে সনাতন বিদ্যার্থী সংসদের আহ্বায়ক কমিটি গঠিত

নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজে সনাতন বিদ্যার্থী সংসদের আহবায়ক কমিটি গঠিত


আজ ৩১ শে মে ২০২০ রোজ রবিবার নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের সনাতন বিদ্যার্থী সংসদের আহ্বায়ক কমিটি-২০২০ অনুমোদন দেওয়া হয়েছে।

এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর ঢাকা শহরের সনাতন বিদ্যার্থী সংসদের দ্বিতীয় কমিটি। উক্ত কমিটির অনুমোদন দান করেন সনাতন বিদ্যার্থী সংসদের সম্মানিত সভাপতি শ্রী কুশল বরণ চক্রবর্ত্তী।

এই কমিটির আহ্বায়ক শ্রী তনয় কুণ্ডু, এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসাবে আছেন শ্রীস্বরূপ পাল, শ্রীস্বপ্নিল দেও, শ্রীতন্ময় দাস, শ্রীসাগর দে, শ্রীশিউলী রাণী শীল। সদস্য সচিব হিসেবে আছেন শ্রীঅভিজিৎ পাল।

এছাড়াও সদস্যমন্ডলীদ্বয় হল শ্রীদেবশ্রী চক্রবর্ত্তী, শ্রীসন্দীপ চক্রবর্ত্তী, শ্রীপ্রসাদ সাহা, শ্রীসুপ্রিয়া দাস অর্পিতা ও শ্রীপূর্নদেব পাল।

Post a Comment

আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!

Previous Post Next Post