করোনায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৬০২

করোনায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৬০২

সোমবার (১৮ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনায় মোট মারা গেছেন ৩৪৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে ৯৯৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়  ৯৭৮৮ জনের। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৮৫ হাজার ১৯৬টি। মোট আক্রান্ত হয়েছেন ২৩৮৭০ জন।
তিনি জানান, মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৪ জন নারী। জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকার ১২ জন, চট্টগ্রামের ৭ জন, রাজশাহীর ১ জন এবং সিলেটের আছেন ১ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

ডা. নাসিমা সুলতানা জানান,  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৪ হাজার ৫৮৫ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ২৩১ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৩৩৩ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯৬ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১ হাজার ৭০০ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
নিউজ ক্রেডিট- আমাদের সময়

Post a Comment

আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ!

Previous Post Next Post