জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীতে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার (১৭ই মার্চ) সকালে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে তেজগাঁও হলি রোজারি চার্চে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। পরে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাত বরণকারী সব সদস্যের রুহের মাগফিরাত কামনা করা হয়। সেই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এদিকে, রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যৌথভাবে প্রার্থনার আয়োজন করে। বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা এবং করোনাভাইরাসের প্রভাব থেকে বাংলাদেশে যেন রক্ষা পায়, সেজন্য বিশেষ প্রার্থনা করা হয়।
এছাড়া, মেরুল বাড্ডা বৌদ্ধ মন্দিরেও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিশেষ প্রার্থনা করা হয়।
Tags:
বাংলাদেশ
